নতুন বছরে সমস্ত রকমের শুভেচ্ছা, উক্তি জেনে নিন

আবারো একটি বছরের বিদায় নতুন বছরের শুরু। আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে ২০২৩।বরণ করে নিতে হবে ২০২৪ কে ।আর এই নতুন বছরকে একেক জন একেক রকম ভাবে সাজিয়ে নিতে চায়। শুভেচ্ছা জানাতে চায় বন্ধু-বান্ধব।স্বামী-স্ত্রী ভাই,বোন প্রেমিক -প্রেমিকা সবাই।
এই  নতুন বছরে সমস্ত রকমের শুভেচ্ছা, উক্তি জেনে নিন


যারা নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন উক্তি, ফেসবুকে স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ কিংবা এসএমএস এর মাধ্যমে বিভিন্ন বার্তা পাঠাতে চান ।আজকের আর্টিকেলটি তাদের জন্য নতুন বছরে সমস্ত রকমের শুভেচ্ছা, উক্তি সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

সূচিপত্রঃ এই  নতুন বছরে সমস্ত রকমের শুভেচ্ছা, উক্তি জেনে নিন 

  • প্রথম অংশ
  • নতুন বছর নিয়ে ক্যাপশন
  • ভালবাসার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা
  • নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস
  • শেষের অংশ

প্রথম অংশ

২০২৪ সালে আপনার সমস্ত স্বপ্ন সত্যি হোক। আনন্দে ভরে উঠুক তোমার জীবন। প্রিয় পাঠক, আজকের আলোচনায় প্রথম অংশে যা যা থাকছে। নতুন বছর নিয়ে ক্যাপশন,ভালোবাসার মানুষকে নতুন বছর নিয়ে শুভেচ্ছা। নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস, নতুন বছরের শুভেচ্ছা ২০২৪, নতুন
বছরের ইসলামিক স্ট্যাটাস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

নতুন বছর নিয়ে ক্যাপশন

যারা নতুন বছরের ক্যাপশন নিয়ে ভাবছেন। কি ক্যাপশন দেবেন ,কি লিখবেন আর নাই ভাবনা চিন্তা আমার এই আর্টিকেল পড়ে সবাইকে চমকে দিতে পারবেন, তাহলে দেরি না করে ক্যাপশন গুলো মনোযোগ সহকারে পড়ুন।

১।ঘড়ির কাঁটা গলতে ঘাঁটতে ধীরে ধীরে চলে এলো আরো একটি বছর। নতুন বছর নতুন দিনে আনন্দে উল্লাসে ভরে উঠুক সবার জীবন। জীবন হোক নব যৌবনের মত। সব কষ্টকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যাশাতে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা।

২। কথার শেষে নতুন রেসে, আসছে কোন ভেলা আনন্দে ভেসে। নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই তো মন সেজেছে রঙিন বেসে। হ্যাপি নিউ ইয়ার ২০২৪।

৩। নতুন বছর নতুন নতুন দিনের আলো।দূরে নিয়ে যাক যত অন্ধকার নিকষ কালো। নতুন সূর্য নতুন টানে বাজাও বাদ্য জীবন গানে কাটুক আঁধার আলোর স্পর্শে, মেতে উঠুক মন নতুন নববর্ষে।

৪। রাত যায়, দিন আসে। দিন যায়, মাস আসে। মাস কেটে যায় আসে নতুন বছর। আর আমরা বছরের সেই দিনটিকে উদযাপন করি নতুন বছর হিসাবে। সবাইকে নতুন বছরে শুভেচ্ছা।

৫। আজ দেখো নতুন স্বপ্ন, ভুলে যাও সব পুরনো কষ্ট। আজ করো নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রণা। শুরু হোক নতুন জীবন। সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করে সবাইকে জানাই (Happy new year)নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

ভালবাসার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা

১।নতুন বছরের শুভেচ্ছা!
এই নতুন বছরের প্রথম দিনটি আমি তোমার সাথে কাটাতে পেরে আমি খুবই আনন্দিত।তোমার সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত আমার কাছে সোনায় সোহাগা। এই নতুন বছরে মতো আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ শান্তি ও সমৃদ্ধি, ভালোবাসা। আমাদের ভালোবাসা হয়ে উঠুক আরো সুন্দর আরো গভীর I love you প্রিয়।

২। নতুন বছরের শুভেচ্ছা!
জীবনের প্রতিটি সময় তোমাকে পাশে রেখে চলতে চাই শুধু বছরের প্রথম দিন নয় বছরের প্রতিটা দিন তোমাকে আপন করতে চাই (আই লাভ ইউ প্রিয়া) নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

৩। নতুন বছরের শুভেচ্ছা!
গহীন থেকে অন্তরের অন্তস্থল থেকে তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। বছরের এই প্রথম দিনে তোমাকে জানাই ভালোবাসার শুভেচ্ছা। (লাভ ইউ প্রিয়)

৪। নতুন বছরের শুভেচ্ছা!
নতুন বছরে আমার তোমাকে দেওয়ার মত কিছুই নেই। আছে শুধু সবচেয়ে মূল্যবান ভালোবাসা আর সেই ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দিতে চাই। (লাভ ইউ প্রিয়)

৫। নতুন বছরের শুভেচ্ছা!
যাকে সবকিছু দিয়ে ভালোবাসা যায়। তাকে সবকিছু দিয়ে আগলে রাখা যাই। তাই তো এই নতুন বছরে তোমাকে সবকিছুর মধ্যে আগলে রেখে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। (লাভ ইউ প্রিয়তমা)

নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস

১।নতুন বছরের আগমনে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং আমাদের সকলকে দ্বীনের উপর দৃঢ় রাখুন। আমাদের সকলের জন্য উত্তম বছর বয়ে আনুন।

.২। এই পৃথিবীতে মানুষ কোটি টাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে কিন্তু, আল্লাহর নামে যদি এই পৃথিবীতে এক পয়সাও দান করে যায় তাহলে সেটা কোটি টাকার চেয়ে অনেক বেশি। নতুন বছরে আল্লাহ সবাইকে হেফাজত দান করুক এবং সবাইকে দ্বীনের প্রতি থাকার হেদায়েত দান করুক।

৩। নতুন বছর চলে আসার সাথে সাথে আমরা যেন আল্লাহ ভয়ে নামাজ পড়ি এবং আল্লাহর ইবাদত করি।

৪। নতুন বছরে আমরা যেন ইসলামের পথে চলতে পারি। এবং সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকি।

৫। নতুন বছর উপলক্ষে আমাদের সবার উচিত গরীব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং গরিব-দুঃখীদের দান করা।

শেষের অংশ

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ উল্লাস। ভরে উঠুক সবার জীবন খুশিতে। প্রিয় পাঠক, আর্টিকেলটি পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এই রকম আর্টিকেল পেতে আমাদের এই ওয়েবসাইটের পাশে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url