অ্যাপলের নতুন আইফোন আইওএস সফটওয়্যার ১৭র বৈশিষ্ট্য
আধুনিক বিশ্বে আইফোনের জনপ্রিয়তা অনেক আর এরই মধ্যে অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট আইওএস সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এই আপডেটটি লোকেদের ব্যবহার আরো সহজ করে তুলেছে।
এছাড়াও আরো নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আই ও এস সফটওয়্যার ১৭'র বৈশিষ্ট্য সম্পর্কে।
এছাড়াও আরো নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক আই ও এস সফটওয়্যার ১৭'র বৈশিষ্ট্য সম্পর্কে।
প্রথম অংশ
আজকের আলোচ্য বিষয় অ্যাপলের নতুন আইফোন আই ও এস সফটওয়্যার এর প্রথম অংশে যা থাকছে ।যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে, আইওএস ১৭ এর ফিচার গুলো ,কন্ট্রাক্ট পোস্টার নেম, ড্রপলাইভ ভয়েস মেইল ,মেসেজ এবং ফেসটাইম আপগ্রেড, স্টিকার ম্যানিয়া ,স্ট্যান্ডবাই,উন্নত অটক ক্যারেক্ট, সিরি, নতুন কমিউনিটি সেফটি ফিচার ইত্যাদি বিষয় নিয়ে আলোচন করব।
যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে।
তৃতীয় প্রজন্মের আইফোন থেকে শুরু করে আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং পরবর্তী মডেল গুলোতে আই ও এস ১৭ ইনস্টল করা যাবে। প্রথমে আপনার সেটিং অপশনে যাবেন। তারপর জেনারেল অপশনের ক্লিক করুন তারপর about অপশনটি দেখুন। এখানে আপনার ফোনের মডেল নাম্বার উল্লেখ থাকবে।
যেসব ডিভাইস ব্যবহার করা যাবে না
আইফোন ৮ আইফোন ৮ প্লাস এমও আইফোন এক্স এ আই ও এস ১৭ ব্যবহার করা যাবে না।
আইওএস ১৭ এর ফিচার গুলো
নতুন আইওএস ১৭ ফিচার গুলো খুবই চমৎকার ও আকর্ষণীয় । যে কোন ব্যবহারকারী এটা দেখা মাত্রই প্রেমে পড়তে বাধ্য। আর এই ফিচার ব্যবহার করতে যা প্রয়োজন।একটি গেম খেলতে যেমন কিছু খেলনা দরকার হয়। ঠিক তেমনি আইফোনের সুবিধা ভোগ করার জন্য বেশিরভাগ ব্যবহারকারীদের কলার বা রিসিভার উভয়ের ফোনেই আইওএস ১৭ ইনস্টল করা থাকতে হবে।
কন্ট্রাক্ট পোস্টার বা স্ক্রিন পেপার
আপনি যখন ফোন করেন তখন ক্রিনে যে আপনার ছবি বা স্টিকার ইমোজি ভেসে ওঠে তার নাম তার নামই হলো কন্ট্রাক্ট পেপার। এটা কলার আইডির একটি আধুনিক নতুন ভার্সন বলা যায়। আপনি যখন আপনার নিজের নাম ছবি স্টিকার বা ইমুতে কন্ট্রাক্ট পোস্টার ছবি তৈরি করবেন। তখন আপনার ফোনে যদি কেউ ফোন দেন। তখন অটোমেটিক ভাবে আপনার স্ক্রিনে আপনার তৈরি কন্টাক্ট পোস্টার ভেসে উঠবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারী উভয়কেই আই ও এস ১৭ ব্যবহারকারী হতে হবে।
নেম ড্রপ
নেম ড্রপ এমন একটি সুবিধা নিয়ে আসছে। কাউকে ফোন নম্বর দিতে গেলে এখন আর টেক্সট বা কল করার প্রয়োজন নেই। আই ও এস ১৭তে আছে এমন একটি ফিচার। যা দুটো ফোন একসাথে করলেই কাজ হয়ে যাবে। android এর মত এ ফিচারটি ব্যবহার করার সময়ও ব্লুটুথ চালু থাকতে হবে। আধুনিক এই ফিচার এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লিংক অথবা কি গান শুনছেন সেটা অন্য একটি আইফোনের সাথে শেয়ার করতে পারবেন।
লাইভ ভয়েস মেইল
নতুন আইফোন আইওএস সফটওয়্যার এমন একটি পরিবর্তন আনছে যা আগের ফিচারগুলোতে চালু ছিল না। নতুন ফিচার অনেকটা গুগল স্ক্রিন ফিসার এর মত। এই ফিচারে যখন কেউ আপনাকে কল দিচ্ছে, কিন্তু আপনি সেটা রিসিভ করছেন না। তখন ওই ব্যক্তি ভয়েস মেইল পাঠাতে পারবেন। এবং আপনার স্ক্রিনে আপনি সেই ভয়েসমেইল লাইফ ট্রান্সক্রিপ্ট দেখতে পাবেন।
মেসেজ এবং ফেসটাইম আপগ্রেড
এই ফিচারে তেমন কোন বড় পরিবর্তন আনা হয়নি, তবে যেটা খুবই দরকার বা কার্যকরী তেমনি একটি আপডেট আনা হয়েছে। ইনবক্স থেকে কারো আই মেসেজ এ গেলে নিচের দিকে মেসেজ লেখা বক্সে বাম পাশে একটি প্লাস আইকন দেখা যাবে। এ প্লাস আইকনে ক্লিক করলে আই মেসেজ অ্যাপে সমস্ত অ্যাক্সেস দেখা যাবে। ফেস টাইমে ও আপডেট এসেছে। কেউ কল রিসিভ না করলে ফেস টাইম অ্যাপের মাধ্যমে ভিডিও মেসেজ পাঠানো যাবে। এবং এই মেসেজটি ভালো না লাগলে। পুনরায় রেকর্ড করা অপশন রয়েছে।
স্টিকার ম্যানিয়া
আপনি iOS 17-এ যেকোনো ছবিকে একটি স্টিকারে পরিণত করতে পারেন। আপনি যে ছবিটিকে স্টিকারে পরিণত করতে চান সেটিকে শুধু টিপুন এবং ধরে রাখুন। তারপরে, শীর্ষে 'অ্যাড স্টিকার' বিকল্পটি নির্বাচন করুন এবং এটি সেই জিনিস বা ব্যক্তির একটি স্টিকার তৈরি করবে। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার স্টিকার সংগ্রহে চলে যাবে। এছাড়াও আপনি স্পেশাল ইফেক্ট যোগ করে স্টিকারটিকে আলাদা দেখাতে পারেন। একবার আপনার কাছে স্টিকার হয়ে গেলে, আপনি যে কোনও বার্তায় এটি ব্যবহার করতে পারেন।
স্ট্যান্ডবাই মোড
আইফোন কে স্মার্ট ডিসপ্লে তে পরিণত করবে স্ট্যান্ডবাই মোড। স্ট্যান্ডবাই মোট হচ্ছে একটি বিশেষ ধরনের ফিচার। এটি আইফোনে লক করা অবস্থায় থাকবে। এটি আনুভূমিক ভাবে থাকলে এবং কোন সমতল পৃষ্ঠে না থাকলে অটোমেটিক স্ট্যান্ডবাই মোড চালু হয়ে যাবে।
নতুন কমিউনিটি সেফটি ফিচার
অ্যাপেলের নতুন কমিউনিটি সেফটি ফিচারের নতুন অ্যাপ ও সেবাকে যুক্ত করা হয়েছে। এটি হতে পারে iphone ব্যবহারকারীদের জন্য একটি আনন্দের খবর। এছাড়াও আইওএস ১৭র ব্যবহারকারীদের ফেস টাইম, এয়ারড্রপ এবং কনট্রাক্ট পোস্টার সো সেফটি ফিচার আওতায় এসেছে।
নতুন অ্যাপেল ওয়াচের ফিচার
অ্যাপল আইফোনে স্বয়ংক্রিয় সংশোধন আরও ভাল করেছে। এটি এখন আরও বানান এবং ব্যাকরণের ভুল খুঁজে পেতে এবং ঠিক করতে পারে। আপনি যখন ফোনে কথা বলেন বা আপনার ভয়েস দিয়ে টাইপ করেন তখন এটি আগের চাইতে ভালো কাজ করে।
শেষের অংশ
প্রিয় পাঠক, আজকে আমি অ্যাপেলের নতুন আইফোন আই ও এস সফটওয়্যার ১৭ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। এখানে ১৭ এর যত ফিচার আছে তার ব্যবহার সম্পর্কে জানানো হয়েছে পুরো আর্টিকেলটি পড়ে থাকলে আইওএস সফটওয়্যার ১৭র বৈশিষ্ট্য সম্পর্কে সবকিছু জানতে পারবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url