প্রপোজ ডে নিয়ে সকল ধরনের ক্যাপশন-উইশ, এসএমএস

৭ই ফেব্রুয়ারি রোজ ডে পরের দিন প্রপোজ ডে। আর আজই সেই দিন ৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। ফেব্রুয়ারি মাস মানে ভালোবাসার মাস। এই দিনে অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে তে পিয়জন প্রিয়জনকে প্রপোস করার জন্য নানা রকম ক্যাপশন, উইশ, এসএমএস বিভিন্ন রকমের স্ট্যাটাস ইত্যাদির মাধ্যমে প্রপোজ করে থাকেন।
প্রপোজ ডে

যারা এই সমস্ত ক্যাপশন উইশ, এসএমএস স্ট্যাটাস খুঁজছেন আজকেই আর্টিকেলটি তাদের জন্য। প্রপোজ ডে নিয়ে সকল ধরনের ক্যাপশন-উইশ, এসএমএস-স্ট্যাটাস ইত্যাদি জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

সুচিপত্রঃ প্রপোজ ডে নিয়ে সকল ধরনের ক্যাপশন-উইশ, এসএমএস 

  • প্রথম অংশ
  • বেস্ট প্রপোজ মেসেজ
  • ফানি প্রপোজ মেসেজ
  • প্রথম প্রেমের প্রপোজ 
  • প্রপোজাল ক্যাপশন
  • গার্লফ্রেন্ডকে প্রপোজ করার মেসেজ
  • শেষের অংশ

প্রথম অংশ

ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস এই মাসে মেতে ওঠে সারা পৃথিবীর মানুষ। আর যদি হয় প্রপোজ ডে, তাহলে তো কোন কথাই নেই এই দিনে বন্ধু বান্ধবীকে প্রেমিক প্রেমিকাকে নানা রকম ক্যাপশন উইশ, এসএমএস ও বিভিন্ন রকমের স্ট্যাটাসে মাধ্যমে প্রপোজ করে থাকে। প্রিয় পাঠক আজকের আলোচ্য বিষয় প্রপোজ ডে নিয়ে সকল ধরনের ক্যাপশন-উইশ, 
এসএমএস-স্ট্যাটাস আলোচনার প্রথম অংশে যা যা থাকছে, বেস্ট প্রপোজ মেসেজ, ফানি প্রপোজ মেসেজ , প্রথম প্রেমের প্রপোজ, প্রপোজাল ক্যাপশন, গার্লফ্রেন্ডকে প্রপোজ করার মেসেজ,প্রপোজ করার ছন্দ ইত্যাদি এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

বেস্ট প্রপোজ মেসেজ

যারা প্রপোজ করার জন্য বেস্ট প্রপোজ মেসেজ খুঁজছেন আজকের এই পোস্টটি তাদের জন্য। বেস্ট প্রবেশ মেসেজ নিম্নে দেয়া হলোঃ
১।কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন ভালবেসে হারিয়ে যাব দুজন।
মায়াবী তোমার আঁখি-দিওনা আমায় ফাঁকি -সুন্দর তোমার হাসি তোমায় আমি ভালোবাসি। (আই লাভ ইউ প্রিয়া) হ্যাপি প্রপোজ ডে।
২। স্বপ্নে দেখা রাজকন্যা কোথায় তুমি থাকো প্রেম সাগরে ডুবিয়ে দিতে কেন আমায় ডাকো।
(হ্যাপি প্রপোজ ডে)

৩। এত দেখি তবু কেন দেখার স্বাদ মেটে না, সব বাধা ঢেলে দিয়ে কাছে তে আসো না,
(হ্যাপি প্রপোজ ডে)

৪। নিজের মত  চলার সময় সাথী যদি পায়, ঘুরবো সাথে  লোইয়ে তাকে তোমারে জানাই।
(হ্যাপি প্রপোজ ডে)

৫। সত্যি করে বলো না আমায়, তুমি ভালোবাসো কতো, ভাবনাতো অন্য কিছু বাজে মেয়ের মত। (হ্যাপি প্রপোজ ডে)

৬। রূপের তুলোনা নাই যে তোমার, তুমি যে কাঁচা সোনা, কিছুতেই তো পারিনা ভুলতে কিছুক্ষনের সেই দেখা। (হ্যাপি প্রপোজ ডে)

৭। ভালোবাসার সুতো দিয়ে বুনেছি যে মালা, সে মালাতে বেঁধে তোমায় রাখবো চিরকাল।
(হ্যাপি প্রপোজ ডে)

৮। তোমার লাগিয়া আমি বসে আছি অপেক্ষায় বসে আছি আশায় আশায়।
(হ্যাপি প্রপোজ ডে)

৯। কলমের কালি নয় রক্ত দিয়ে লিখেছে চিঠি, সত্যি যদি ভালোবাসো উত্তর দেবে ঠিকই।
(হ্যাপি প্রপোজ ডে)
১০। নাই বা দিলে আমায় তুমি ভালোবাসার দাম, প্রেমের জ্বালা বুঝবে একদিন ঠিক জানতাম।
(হ্যাপি প্রপোজ ডে)

ফানি প্রপোজ মেসেজ

ফানি প্রপোজ মেসেজ অর্থাৎ হাসির প্রপোজ মেসেজ। যারা ফানি মেসেজ খুঁজছেন আজকের এই পোস্টটি তাদের জন্য নিম্নে সমস্ত রকমের ফানি প্রপোজ মেসেজ দেওয়া হলোঃ
১।অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি। অসম্ভব কিছু ভালো লাগা হয়তোবা কষ্টের ভয় একাকীত্ব নীরবতা। এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।
(হ্যাপি প্রপোজ ডে)

২। নারী তুমি করো না রূপের ঝংকার, সবাই তো জানে তোমার প্রিয় বন্ধু রান্না ঘরের অঙ্গার।
যতই দেখাও তুমি রুপের বন্যা, করতে হবে তোমাকে তরকারি রান্না।(হ্যাপি প্রপোজ ডে)
৩। রোগ হলে ডাক্তারের কাছে যাও। কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে। ওষুধ কেন? কারণ দোকানদার কেউ খেয়ে বাঁচতে হবে। কিন্তু তুমি ওষুধ খেয়ো না কারণ তোমাকেও বাঁচতে হবে।
(হ্যাপি প্রপোজ ডে)

৪। একটি ছাগলের চারটি বাচ্চা হয়েছে, একটি বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করল। মা আমার বাবা কোথায়? ছাগলটা বলল চুপ কর তোর বাবা এখন এসএমএস পড়ছে। (হ্যাপি প্রপোজ ডে)

৫। দুই হাত বাড়ায়ে গগনের পানে চাও, নিজেকে পাখি মনে হবে। জোছনা রাতে চাঁদের পানে চাও নিজেকে পরি মনে হবে। মাটির সবুজ ঘাসের পায়ে চাও, নিজেকে ছাগল মনে হবে।

প্রথম প্রেমের প্রপোজ

প্রেম অথবা ভালোবাসা একটি শব্দ হলেও এর গভীরতা অনেক। প্রথম প্রেমের প্রপোজ। পছন্দের মানুষকে প্রপোজ করতে হলে কিছু আনকমন এবং গুরুত্বপূর্ণ কথা হয়। কথাটা যাতে হয় পুরোটাই অর্থপূর্ণ কথার মর্ম বুঝে পছন্দের মানুষ যেন আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। 
কথাটা যে শুধু আই লাভ ইউ বললেই হবে তা না। এর সাথে কিছু অর্থপূর্ণ ওয়ার্ড যোগ করে বোঝাতে হবে। ভালবাসতে হলে আগে নিজেকে ভালোবাসার আগুনে পোড়াতে হবে অন্তরে লালন করতে হবে সমানুভূতিকে। প্রিয় পাঠক, আশা করি বুঝে গেছেন প্রথম প্রেমের প্রপোজ কিভাবে করতে হয়।

প্রপোজাল ক্যাপশন

প্রপোজ ডে অর্থাৎ মনের কথা প্রকাশের দিন দিবস। এই দিনে বন্ধু বান্ধবীকে অথবা প্রেমিক প্রেমিকাকে বিভিন্ন প্রপোজাল ক্যাপশনের মাধ্যমে প্রপোজ করে থাকে। আপনার পছন্দ হতে পারে এমন কিছু প্রপোজাল ক্যাপশন নিম্নে দেওয়া হলোঃ
১।অনেকদিন ধরে ভাবছি তোমায় মনের গোপনে লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য অনেকটা ভালোবাসা, ইচ্ছে হলে আমার কাছে নিয়ে যেও তোমার পাওনা সকল আদর ভালোবাসা।
(হ্যাপি প্রপোজ ডে)

২। ভালোবাসি তোমায় কথাটা বলা এত কঠিন নয়, কিন্তু কথার মূল্য রাখাটা হয়তো অনেক কঠিন।(হ্যাপি প্রপোজ ডে)
৩। তোমায় নিয়ে আমি নিজের মরণ দেখি তাই তোমায় নিয়ে সকাল সন্ধ্যা কবিতা লিখি।
(হ্যাপি প্রপোজ ডে)

৪। মনের কথা কি বলবো আর তোমায়, তুমি তো আমার না বলা কথাগুলো ও আপসে বুঝে নিতে পারো। তা বলে খুব ভালোবাসি তোমায়।(হ্যাপি প্রপোজ ডে)

৫। তোমার ভালবাসায় লিখছি বসে কবিতা, এই কবিতার মাধ্যমে জানাবো তোমায় মনের কথা, সামনে দাঁড়িয়ে বলার সাহস নেই আমার। (হ্যাপি প্রপোজ ডে)

গার্লফ্রেন্ডকে প্রপোজ করার মেসেজ

১।আজ প্রপোজ দিনে মনের কথা প্রিয় মানুষকে বলে তাই তোমায় বলতে চাই না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে নারে।  (হ্যাপি প্রপোজ ডে)


২। তোমায় বলার চেষ্টা  বহুদিন ধরেই করছি কিন্তু বলা হয়নি। আজ প্রপোজ ডে,  আজ তোমাকে জানাতেই হবে আমার মনের কতটা ভালোবাসা জমে আছে তোমার জন্য। (হ্যাপি প্রপোজ ডে।

শেষের অংশ

প্রিয় পাঠক, আজকের আলোচ্য বিষয় প্রপোজ ডে নিয়ে সকল ধরনের ক্যাপশন-উইশ, এসএমএস আসা করি এই সকল বিষয় সম্পর্কে পড়ে উপকৃৎ হয়েছেন।আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না (ধন্যবাদ)

নিত্য নতুন এই রকম পোস্ট পেতে ওয়েবসাইটের পাশে থাকুন এবং পাশে থাকা google নিউজটি ফলো করুন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url