রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া
আজকের আলোচ্য বিষয় রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া। আমরা অনেকেই এমন আছি। রোজগার করি কিন্তু জানিনা কোন রুজি রোজগার এ বরকত রয়েছে। জানিনা সঠিক আমল জানিনা রুজি রোজগার ও বরকতের দোয়া।
সম্মানিত ভিউয়ার্চ আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সম্মানিত ভিউয়ার্চ আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া
- ভুমিকা
- রিজিক বৃদ্ধির দোয়া
- ঋণমুক্তি ও রিজিক বৃদ্ধির দোয়া
- রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া
- স্বামীর রুজি রোজগার বৃদ্ধির দোয়া
- অন্যের জন্য বরকতের দোয়া
- যে দোয়া পড়লে টাকার অভাব হয় না
- শেষ কথা
ভুমিকা
প্রিয় পাঠক আজকের আলোচ্য বিষয় রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া আলোচনার প্রথম অংশে যা যা থাকছে, রিজিক বৃদ্ধির দোয়া। ঋণমুক্তি ও রিজিক বৃদ্ধির দোয়া। রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া। স্বামীর রুজি রোজগার বৃদ্ধির দোয়া। অন্যের জন্য বরকতের দোয়া। যে দোয়া পড়লে টাকার অভাব হয় না ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিয় পাঠক, এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
রিজিক বৃদ্ধির দোয়া
বলা হয়ে থাকে যার যেটুকু রিজিক আল্লাহ দিয়েছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। তেমনি রিজিক বৃদ্ধি করার ও কিছু কৌশল আছে। কিছু কারণে মানুষের রিজিকে বরকত থাকে না আজকে আমি শেখাবো রিযিক বৃদ্ধির দোয়া ইনশাআল্লাহ এই দোয়া সঠিক নিয়মে আদায় করলে মহান আল্লাহ রিজিকে বরকত দিবেন এবং রিজিক বৃদ্ধি পাবে।
দোয়াটি হলঃ(আল্লাহুম্মাগ ফিরলি জাম্বি, ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।)
বাংলা অর্থঃ হে আমার প্রতিপালক মহান আল্লাহ, আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে , আমার জীবন ও ঘর আরো শক্ত করে দিন। আমাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন।
ঋণমুক্তি ও রিজিক বৃদ্ধির দোয়া
ঋণ এমন একটি শব্দ যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। একটি হাদিস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর একজন ব্যক্তি মারা গেছেন তো সেখানে নবীজি জানাজা পড়াতে জানাজাতে উপস্থিত হন। প্রথমে তিনি জিজ্ঞাসা করেন মৃত ব্যক্তির কি কোন ঋণ আছে বলল হ্যাঁ নবীজি সেই ব্যাক্তির জানাজা পড়তে চাইলেন না। তিনি বললেন তোমরা নিজেরাই এই ব্যক্তির জানাজা পড়ে নাও। এতে করে বোঝা যায় যে ঋণ কতটা ভয়ানক।
মহান আল্লাহ বলেন আল্লাহর পথে যুদ্ধ করে শহিদ হয়েছেন এমন ব্যক্তির আত্মাও ঝুলে থাকে। ওই ব্যক্তির যদি ঋণ থাকে। তাই আমরা আমাদের জানা উচিত ঋণ মুক্তি ও রিজিক বৃদ্ধির দোয়া আজকে আমি শেখাবো ঋণ মুক্তির দোয়া ।এই দোয়া পড়লে শুধু ঋণ নয় রিজিক ও বৃদ্ধি পাবে।
দোয়াটি হলোঃ ((আল্লাহুম্মা ইক ফিনি বি হালালিকা আন হারমিকা ওয়া আগ নিনি বিফাদলিকা আম্মান সি ওয়া কা)।
এই দোয়াটি পড়লে আল্লাহ আমাদের খুব সহজে ও খুব তাড়াতাড়ি ঋণ থেকে মুক্তি দেবে এবং রিজিক বৃদ্ধি পাবে।
রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া
আজ কালকের দিনে হালাল রুজি রোজগার করা ও রিজিকে বরকত নিয়ে আসা খুবই কঠিন। এমন কিছু আমল ও দোয়া রয়েছে সঠিকভাবে আমল করলে রুজি রোজগার বরকত হয়। রিজিক বৃদ্ধির জন্য একটি পরীক্ষিত আমল হলো প্রতিদিন নিয়ম করে সূরা ওয়াকিয়া পড়া। এতে রুজি রোজগারে বরকত আসে মনকে শান্ত করে দেই।
স্বামীর রুজি রোজগার বৃদ্ধির দোয়া
বুখারী শরীফ থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে তারা রিজিক প্রশস্ত করতে এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। অনেক মহিলারা আছেন তারা স্বামীর রুজি রোজগার ও হায়াত বৃদ্ধির জন্য আমল খুঁজে বেড়াই। অথচ সে তার স্বামীর আত্মীয়-স্বজনকে পছন্দ করেনা। অর্থাৎ স্বামী থেকে তার বাবা মাকে আলাদা করে দেয়। অনেক সময় একসাথে থাকতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় এতে করে নানা রকম কঠিন কথা শুনতে হয়। মন অনেকটা খারাপ হয়ে যায়।
এই সমস্ত মন খারাপের কথা স্বামীর কানে তুলে এতে স্বামীর মন অনেকটা তার আত্মীয় স্বজনের প্রতি বিষাদ হয়ে যায়। এতে করে সে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারেন অনেক সময় সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যায় যা। তার রুজি রোজগারও বরকতে বাধা সৃষ্টি করে। এজন্য আমরা পরিবারের মানুষের সাথে যাই হয়ে থাকুক না কেন কখনো স্বামীর কানে তুলবো না ক্ষমা করে দেবো। এতে স্বামীর রুজি রোজগার বৃদ্ধি পাবে।
অন্যের জন্য বরকতের দোয়া
হাদিসে উল্লেখ আছে নিজের জন্য বেশি বেশি দোয়া করা । তবে অন্যের জন্য যে ব্যক্তি দোয়া করে তাদের আল্লাহ খুব ভালোবাসেন । অনের জন্য করা দোয়া নিজের জন্য কবুল হয়ে যায়।
অন্যের জন্য বরকতের দোয়া হলোঃ (আল্লাহুম্মা মাগসির মালহু ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফিমা আত্মাইতাহু।)
অর্থঃ হে আমার প্রতিপালক, আপনি তার সম্পদ ও তার সন্তান বাড়িয়ে দিন। এবং আপনি তার নসিবে যা রিজিক ও নিয়ামত লিখে রেখেছেন বরকত দিন।
যে দোয়া পড়লে টাকার অভাব হয় না
কম বেশি সবার জীবনেই অভাব লেগেই থাকে। প্রত্যেকটা পরিবারেই কিছু পরিমাণে হলেও টাকার অভাব রয়েছে। এমন কিছু আমল ও দোয়া রয়েছে যা সঠিক নিয়মে পাঠ করলে টাকার অভাব থেকে মুক্তি পাওয়া যায়।
শেষ কথা
প্রিয় পাঠক আজকের আলোচনার বিষয় রুজি রোজগার ও বরকতের আমল ও দোয়া। আশা করছি উপরিউক্ত বর্ণ থেকে এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তার ইচ্ছামতই চলি আমরা।
আল্লাহর দেখানো পথে চললে আমরা কখনোই অভাবে থাকবো না তার দেখানো প্রতিটা পথেই রয়েছে বরকত। আজকের এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রিয় পাঠক আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এইরকম আর্টিকেল পেতে আমাদের এই ওয়েবসাইটির পাশে থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url