ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়

ব্রণ বলা হয়ে থাকে বয়সন্ধিকালে ব্রণ যেকোনো মানুষের শরীরে একবার হলেও ব্রণ উঠবে। তবে একসময় কিছু মানুষের অতিরিক্ত বেশি ব্রণ বের হয়
ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়
আর সেখান থেকেই তৈরি হয় ব্রণের কালো দাগ। আজকের আলোচনায় আমি ব্রণের দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় জানাবো যা ব্রণের দাগ দূর করতে ৯৯% কাজ করবে। প্রিয় পাঠক, ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায় জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

সূচিপত্রঃ ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়

  • প্রথম অংশ
  • একদিনে ব্রণের কালো দাগ দূর করার উপায়
  • তেলাক্ত ত্বকের ব্রনের দাগ দূর করার উপায়
  • ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • ব্রণের কালো দাগ দূর করার ক্রিম
  • ব্রণের দাগ দূর করার ঔষধের নাম
  • শেষ অংশ

প্রথম অংশঃ

প্রিয় পাঠক, আজকের আলোচনার মূল বিষয় ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়। আলোচনার প্রথম অংশে যা যা থাকছে। একদিনে ব্রণের কালো দাগ দূর করার উপায়। তেলাক্ত ত্বকের ব্রনের দাগ দূর করার উপায়। ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়। ব্রণের কালো দাগ দূর করার ক্রিম। ৭ দিনে ব্রণ দূর করার উপায়। 
এক রাতে ব্রণের কালো দাগ দূর করার উপায়। ব্রণের দাগ দূর করার ঔষধের নাম ইত্যাদি এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

একদিনে ব্রণের কালো দাগ দূর করার উপায়

প্রিয় পাঠক, দাগ হোক সেটা কাটাছেঁড়া অথবা ব্রণের । ব্রণের কারণেই দেখতে অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়। কোথাও ঘুরতে গেলে দাগের জায়গাটি লুকিয়ে রাখতে হয় কেউ যদি এসে বলে সেখানে কি হয়েছে। বন্ধু-বান্ধবের আড্ডায় মজার ছলে অনেকে তো অনেক কিছুই বলে ফেলে। এজন্য অনেকে জানতে চাই ব্রণের কালো দাগ কিভাবে দূর করা যায়। আজকে আমরা জানবো একদিনে ব্রণের কালো দাগ দূর করার উপায়। বাজারে অনেক রকমের ক্রিম লোশন থাকলে ও ১ দিনে ব্রনের কালো দাগ দূর করা যায় এমন কোণো ক্রিম বা লোশন নাই।
 
তবে কালো দাগের পরিমাণ যদি খুব কম হয় তবে ঘরোয়া উপায়ে একদিনে কালো দাগ দূর করা যায়। একদিনে কালো দাগ দূর করার ঘরোয়া উপায় হলো লেবু। লেবুর সাথে কিছু উপকরণ মিশিয়ে খুব সহজে ব্রণের কালো দাগ দূর করতে পারবেন। প্রথমত কিছু লেবুর রস হাতে নিয়ে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর পুরো মুখ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 ২। লেবুর রস মধুঃ লেবুর রসের সাথে সামান্য মধু মাখিয়ে মুখে লাগান ১৫ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। ৩। লেবুর রস ও কমলার রসঃ লেবুর রস ও কমলার রস সমপরিমাণ নিয়ে পুরোটা মুখে ভালোভাবে লাগিয়ে ফেলুন এবার ২০ মিনিট হয়ে গেলে ধুয়ে ফেলুন। ৪। দুধ ও লেবুর রসঃ দুধ ও লেবুর রস সামান্য পরিমাণে নিয়ে একসাথে মিক্স করে মুখের যে সমস্ত জায়গায় ব্রণের দাগ রয়েছে সে সেখানে ভালোভাবে লাগান বিশ মিনিট পর ধুয়ে ফেলুন।
৫। লেবু ও শশাঃ কিছু পরিমাণে লেবুর রস ও শসার রস ভালোভাবে মিক্স করে নিন এরপর মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে ভালোভাবে লাগিয়ে নিন ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সুপ্রিয় পাঠক, এ সমস্ত নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করলে একদিনের মধ্যেই অনেকটা কালো দাগ দূর হয়ে যাবে। ভালো ফলাফল পেতে বেশ আরো কিছুদিন ব্যবহার করুন।

তেলাক্ত ত্বকের ব্রনের দাগ দূর করার উপায়

ছয় ঋতুর দেশ বাংলাদেশ আমাদের এই দেশে প্রত্যেকটা ঋতুতে একেক রকম আবহাওয়ার কারণে তাই শীত হোক কিংবা বর্ষা সব ঋতুতেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু যাদের ত্বক একটু তেলাক্ত তাদেরকে একটু বেশি সমস্যা ফেস করতে হয়। আজ আমরা জানবো তেলাক্ত ত্বকের ব্রণের কালো দাগ দূর করার উপায়ঃ নিমপাতাঃ নিমপাতা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী।

গরমের সময় আসলেই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমনঃ ব্রণ চুলকানি র‍্যাস ইত্যাদি অনেক ধরনের সমস্যা। এই গরমে ত্বকের যত্নের জন্য নিম পাতা হতে পারে খুবই উপকারী। নিম পাতার মধ্যে অ্যান্টিবায়োটিয়ার উপাদান রয়েছে যা ব্রণের সমস্যা দূর করে। চুলকানি ও র‍্যাস কমাতে সাহায্য করে নিম পাতা। নিমের মধ্যে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিজেন রয়েছে যা ত্বককে সুন্দর করতে ও তেলাক্ত ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।

ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়

ব্রণঃ যুবক কাল থেকে শুরু করে শেষ বয়সেও অনেকের ব্রণ বের হয় ব্রনের থেকে হয়ে যায় দাগ।আজকে আমরা জানবো ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়। ধুলো ময়লা দুষিত বাতাস ব্রণ একটি অতি সাধারন সমস্যা।ব্রণের দাগ দূর হতে পারে কলার খোসার সঠিক ব্যবহারে।তৈলাক্ত ত্বক সাথে ব্রণের সমস্যা যে কারনে অনেকের মুখে দাগ ছোপ তবে ঘরোয়া উপায়ে কলার খোসার সঠিক ব্যবহারে পেতে পারেন এর থেকে মুক্তি । 
ত্বকের লালচে ভাব ও ব্রণের দাগ দূর করতে ভালোভাবে পরিষ্কার করুন মুখ। এরপর কলার খোসার সাদা অংশ ১০ মিনিট ঘোষণমুখে কলার খোসাই থাকা ফ্যাটি এসিড ও আন্টি অক্সিজেন দূর করবে মুখে থাকা ব্রনের দাগ। ব্রণের দাগ দূর করতে তৈরি করুন কলার খোসা, অর্ডস ও চিনি একত্রে করে তৈরি করুন ফেস প্যাক। এই প্যাকটি মুখে লাগান আলতো করে। প্রতিদিন এই প্যাক ব্যাবহারে ত্বকে পুষ্টি জোগানোর পাশাপাশি দেয় ব্রণ থেকে মুক্তি। কলার খোসার পেস্টের সাথে লেবুর রস মিশিয়ে তৈরি করা যায় ব্রণ বিনাশকারি বিশেষ প্যাক। 

তোলা দিয়ে মুখে ব্রণের জায়গা গুলোতে লাগান এই পেস্ট। এতে ধ্বংস হবে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। পাশাপাশি কমবে ব্রণের দাগ। আর ত্বক থেকে টক্সিন দূর করতে ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যাহার করুন ব্রেকিং সোডা ও কলার খোসার মিশ্রণ। এ দুই উপাদান একসাথে ত্বকে ব্যবহার করুন ২ মিনিটের জন্যে। এরপর ভালোভাবে ধুয়ে ফেলে ওখানে ব্যবহার করুন অয়েল ক্রিম অথবা মশ্চারাইজার। আধা টিভির চামচ মধু ও এক টেবিল চামচ কলার খোসার পেস্ট মিশিয়ে ব্যবহার করলেও মুক্তি পাওয়া যায় দাগ সোপেয়ের হাত থেকে।

ব্রণের কালো দাগ দূর করার ক্রিম

ব্রণের কালো দাগ দূর করার সবচেয়ে ভালো ক্রিম হলো ম্যানকাইন্ড একনেস্টার জেল।Mankind Acne star Gel. একনেস্টার হলো দুইটি ওষুধের সমন্বয়ে তৈরি ওষুধ ১। ক্লিন্ডামাইসিন ও নিকোটিনামাইড। এই দুই ওষুধের একত্রি তৈরি হয়েছে একনেস্টার জেল।ক্লিন্ডামাইসিন হলো ব্যাকটেরিয়া ধ্বংসের একটি উপাদান যা খুব সহজে সংক্রমণের হাত থেকে বাঁচায়। অন্য অংশটি হলো নিকোটিনামাইড এটি একটি ভিটামিন যা শরীরের স্বাস্থ্য সমস্যা সাহায্য করে। এই দুটি ওষুধই সাধারণত ব্রনের দাগ দূর করার জন্য সাহায্য করে।
একনেস্টার জেলে রয়েছে, ক্লিন দ্য মাইন্ড ফসফেট একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও এন টি পিপল উপাদান হিসেবে কাজ করে। ব্রণ ও ফুসকুড়ি হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দের ধ্বংস করে। একনেস্টার জেলে থাকা নিকোটিনামাইনড ও ভিটামিন B3 ব্রণের দাগ কমায় ও মুখের উষ্ণতা বাড়ায়। নিয়মিত একনেস্টার জেল ব্যবহার করলে মুখের কালো দাগ ও মেস্তা দূর করে।
ব্রণের দাগ দূর করার ঔষধের নাম
ব্রনের দাগ দূর করার সবচেয়ে ভালো ওষুধ হলো ট্রিটিভা ১০ এমজি ক্যাপসুল। ট্রিটিভা ১০ এমজি ক্যাপসুল মুখের তৈলাক্ত ভাব কমায় এবং ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায়।

শেষ অংশঃ

প্রিয় পাঠক, আজকের আলোচ্য বিষয়, ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায়, আশা করছি উপলব্ধ আলোচনা থেকে ব্রণের দাগ দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আরো জানতে পেরেছেন, ব্রনের দাগ দূর করার ওষুধের নাম। 
ব্রণের কালো দাগ দূর করার ক্রিম তৈলাক্ত ত্বকের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় ইত্যাদি বিশেষ সম্পর্কে। প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিয়মিত লাইফ স্টাইল সম্পর্কে আর্টিকেল পেতে আমাদের এই ওয়েবসাইটের পাশে থাকুন। লাইফ স্টাইল সম্পর্কে কি কি আর্টিকেল পেতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url