উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে জানুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কথায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন! উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উপদেষ্টা ডঃ ইউনূসের অন্য আরো পরিচয় রয়েছে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে জানুন
এছাড়াও ঝুলিতে রয়েছে, প্রিয় পাঠক, উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে জানুন।
  • প্রথম অংশ
  • উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জীবনী
  • উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের পরিবার
  • উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান
  • উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের স্ত্রী
  • উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সন্তান
  • শেষের অংশ

প্রথম অংশ

প্রিয় পাঠক, আজকের আলচ্য বিষয় উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস সম্পর্কে আলোচনা শিরনামে যা যা থাকছে, উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের জীবনী, উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের পরিবার উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান । উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের স্ত্রী,উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সন্তান ইত্যাদি এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।

উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের জীবনী

ডঃ মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাঁধুয়া গ্রামে ২৮ জুন ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তারা ছিলেন দুই ভাই ও নয় বোন এর মধ্যে তিনি ছিলেন তৃতীয়।তার বাবা নাম হাজী দুলা মিয়া সওদাগর যিনি ছিলেন পেশায় জুহুরী। তার মায়ের নাম ছিল সুফিয়া খাতুন তিনি পেশায় ছিলেন গৃহবধূ। তার শিক্ষা জীবন মহাজনপুকুর গ্রামের বিদ্যালয় শুরু হলেও পরবর্তীতে সপরিবারে গ্রাম ছেড়ে চট্টগ্রাম শহরে আশায় তিনি লামা বাজার নামে একটি প্রাথমিক বিদ্যালয় ভর্তি হন।

তিনি যখন ক্লাস সেভেনে পড়তেন সেই সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন। সেই সুবাদে তিনি মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপে বিভিন্ন দেশ ভ্রমণ করার সুযোগ হয়। এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় তিনি কলেজিয়েট স্কুল থেকে ৩৯ হাজার শিক্ষার্থীদের মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। এবং পরবর্তী সময় তিনি উচ্চ মাধ্যমিক পড়ার জন্য চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময় তিনি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে এবং কলেজ জীবনে তিনি নাটকে অভিনয় করে পুরস্কারে ভূষিত হন তার জীবনে ছিল এটাই প্রথম পুরস্কার।

এরপর পরেই তিনি সাহিত্য পত্রিকা ও আজাদী পত্রিকায় লেখার কাজে যোগ দিয়েছিলেন। উচ্চ মাধ্যমিক জীবন শেষ করার পর ১৯৫৭ সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতিবিভাগে সেখান থেকেই তিনি স্নাতক কর্মজীবন শেষ করেন। এরপর পরপরই উপদেষ্টা ডঃ ইউনুস ব্যুরো অফ ইকোনমিক্স এ গবেষণাকারী হিসেবে যোগ দেন। এরপর তিনি ১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিযুক্ত হন। পাঁচ বছর পর ১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনার জন্য ফুল ব্রাইট বৃত্তি পায়।

ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করে থাকেন। ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত ডঃ মোহাম্মদ ইউনুস মিডল টেনিস টেস্ট ইউনিভার্সিটি নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এর মাঝে তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সহায়তায় ডঃ ইউনুস একটি নাগরিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এবং স্বাধীনতা পক্ষে সমর্থন যোগাতে যুক্তরাষ্ট্রের অন্যান্য বাংলাদেশের নাগরিকদের সাথে তথ্য আদান-প্রদান করেন।

১৯৭২ সালে নিজ দেশে ফিরে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করে এবং অর্থনৈতিক বিভাগের নেতৃত্ব দিয়ে সহায়তা করেন। 1975 সালে তিনি একজন পূর্ণ অধ্যাপক হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করে থাকেন।পেশা হিসেবে তিনি শিক্ষক তাকে খুব একটা পছন্দ না করায় তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই ব্যাংক বাংলাদেশের অনেক দরিদ্র অসহায় লোকদের তাদের জীবনে উন্নত করতে সহায়তা করে। এবং সারা বিশ্বের লোকেরা এই ধারণাটি খুবই পছন্দ করেন এবং এই ধারণাটি অন্য দেশকে তাদের দরিদ্রদের ও সহায়তায় অনুপ্রাণিত করে। ব্যাংকের সাথে তার কাজের কারণে এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তিনি 1906 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

ডঃ মোহাম্মদ ইউনূসের পরিবার

ডঃ মুহাম্মদ ইউনূসের পরিবারে মোট সদস্য সংখ্যা ছিল ১৩ জন। তারা ছিলেন দুই ভাই ও নয় বোন। ভাই ও বোনদের মধ্যে ডঃ মুহাম্মদ ইউনুস ছিলেন তৃতীয়। তার বাবা হাজি দুলা মিয়া সওদাগর পেশায় ছিলেন একজন জহুরী। তার মা ছিলেন সুফিয়া পেশায় একজন গৃহবধূ।

উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান

উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় ১৯০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। শুধু নোবেল পুরস্কারেই থেমে থাকে নি এছাড়াও তার ঝুড়িতে রয়েছে আরো অনেক পুরস্কার নিম্নে পুরস্কারের তালিকা সমূহ দেয়া হলোঃ

নাম্বার

ক্যাটাগরী

সাল

সোলার ওয়ার্ড আইনস্টাইন পুরস্কার
2010

বৈরুত লিডারশিপ পুরস্কার
২০০৯

পি আই সি এম ই টি অ্যাওয়ার্ড
২০০৯

প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার, যুক্তরাষ্ট্র
২০০৯

গোল্ডেন মেডেল অফ অনার 
২০০৯

গোল্ডেন রিয়াটেক পুরস্কার
২০০৯

এইসেনহওয়ের মেডেল ফর লিডারশিপ এন্ড সার্ভিস 
২০০৯

এস্ট্রিল গ্লোবাল ইস্যু,স স ডিসটিনগুই শড বুক প্রাইস,২০০৯

ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল অ্যাওয়ার্ড
২০০৮

১০

 বিশ্ব মানবতা বাদী পুরস্কার, ক্যালিফোর্নিয়া২০০৮

১১

টু উয়িংস প্রাইজ, জার্মানি
২০০৮

১২

আন্তর্জাতিক গ্রন্থ পুরস্কার, জার্মানি
২০০৮

১৩

এজি আই আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার
২০০৮

১৪

শিশু বন্ধু পুরস্কার স্পেন
২০০৮

১৫

মানব সেবা পুরস্কার যুক্তরাষ্ট্র
২০০৮

১৬

বাৎসরিক উন্নয়ন পুরস্কার অস্ট্রেলিয়া
২০০৮

১৭

মানব নিরাপত্তা পুরস্কার, যুক্তরাষ্ট্র
২০০৮

১৮

প্রেসিডেন্স পদক, যুক্তরাষ্ট্র
২০০৮

১৯

চ্যালেঞ্জার পদক
২০০৮

২০

কিতাকইয়ুশু পরিবেশ২০০৮

২১

আন্তর্জাতিক নারী স্বাস্থ্য মিশন পুরস্কার, নিউ ইয়ার্ক
২০০৮

২২

প্রজেক্ট উদ্বেগী পুরস্কার
২০০৮

২৩

জাতিসংঘ সহযোগিতা পদক
২০০৭

২৪

মেডেল অফ ওনার, ব্রাজিল
২০০৭

২৫

১ম আহপাডা গ্লোবাল পুরস্কার, ফিলিপাইন২০০৭

২৬

সকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার, 
২০০৭

২৭

রুবিন মিউজিয়াম ম্যান্ডেলা পুরস্কার
২০০৭

২৮

বাফি গ্লোবাল এসিভমেন্ট পুরস্কার
২০০৭

২৯

ভিশন অ্যাওয়ার্ড২০০৭

৩০

নিকলস সেন্টর চ্যালেঞ্জার পুরস্কার
২০০৭

৩১

ই এফ আর বাণিজ্য সপ্তাহ পুরস্কার
২০০৭

৩২

রবীন্দ্রনাথ ঠাকুর জন্মশতবার্ষিকী পুরস্কার
২০০৭

৩৩

রেড ক্রস স্বর্ণপদক
২০০৭

৩৪

বিশ্ব উদ্যোগী নেতৃত্ব পুরস্কার
২০০৭

৩৫

সামাজিক উদ্যোক্তা পুরস্কার
২০০৭

৩৬

 এ বি আই সি সি অ্যাওয়ার্ড ফর লিডারশিপ ইন গ্লোবাল২০০৭

৩৭

সেরা বাঙালি 
২০০৬

৩৮

দুর্যোগ উপশন পুরস্কার
২০০৬

৩৯

কনভিভেন্সিয়া 
২০০৬

৪০

শিউল শান্তি
২০০৬

৪১

ইতু বিশ্ব তথ্য সংগঠন
২০০৬

৪২

ফ্রান্সলিন ডি রোজ ভেল্ট 
২০০৫

৪৩

প্রাইজ টু ফন্টে
২০০৫

৪৪

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি
২০০৫

৪৫

ফ্রিডম 
২০০৫

৪৬

গোল্ডেন ক্রস অফ দা সিভিল
২০০৫

৪৭

নিক্কেই 
২০০৫

৪৮

রোমিও গ্যালিলিও
২০০৪

৪৯

ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউন্সিল
২০০৪

৫০

দা ইকোনোমিস্ট ইনোভেশন
২০০৪ 

৫১

সিটি অফ অরভিত
২০০৪ 

৫২

তেলিছিনকো ২০০৪ 

৫৩ 

দা মেডেল অফ দা পেইন্টার
২০০৩

৫৪

জাতীয় মেধা 
২০০৩

৫৫

ভলভো পরিবেশ
২০০৩

৫৬

বিশ্ব টেকনোলজি নেটওয়ার্ক
২০০৩

৫৭

মহাত্মা গান্ধী
২০০২

৫৮

 নাভারা ইন্টারন্যাশনাল
২০০১

৫৯

আন্তর্জাতিক সহযোগিতা
২০০১

৬০

হো চি মীণ২০০১

৬১

গ্র্যান্ড প্রাইজ অফ দা ফুকু ওকা এশিয়ান কালচার
২০০১

৬২

আরতুসি 
২০০১

৬৩

আই ডি ই বি গোল্ড
২০০০

৬৪

কিং হুসেইন হিউম্যানিটারিয়ান
২০০০

৬৫

অ্যাওয়ার্ড অফ দা মেডিল অফ প্রেসিডেন্সি
২০০০

৬৬

ওমেগা অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সি ফরব লাইফ টাইম অ্যাসেটমেন্ট
২০০০

৬৭

রাথিন্দ্রা
১৯৯৮

৬৮

রোমা অ্যাওয়ার্ড ফর পিস এন্ড হিউম্যানিটারিয়ান
১৯৯৯

৬৯

গোল্ডেন পেগাসাস
১৯৯৯

৭০

রোটারারি অ্যাওয়ার্ড ফর ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিং
১৯৯৯

৭১

জাস্টটিস অফ দা ইয়ার
১৯৯৮

৭২

ইন্দিরা গান্ধী
১৯৯৮

৭৩

 অযাকি
১৯৯৮

৭৪

সিডনি শান্তি
১৯৯৮

৭৫

দা প্রিন্স অফ আউস্তরিয়া 
১৯৯৮

৭৬

ওয়ান ওয়ার্ল্ড ব্রডকাস্টিং ট্রাস্ট মিডিয়া
১৯৯৮

৭৭

বিশ্ব ফেরা
১৯৯৭

৭৮

শান্তি মানব
১৯৯৭ 

৭৯

প্ল্যানেটরি কনসিয়াশনেস
১৯৯৭

৮০

আন্তর্জাতিক একটিভিটিস্ট 

১৯৯৭

৮১

ভ্যানডারবিল্ড বিশ্ববিদ্যালয় বিশিষ্ট আলাম নাই

১৯৯৬

৮২

আন্তর্জাতিক সাইমন বলিভার  

১৯৯৬

৮৩

ঢাকা মেট্রোপলিটন  রোটারারি ক্লাব ফাউন্ডেশন

১৯৯৫ 

৮৪

মাক্স সছমিধেইনি ফাউন্ডেশন ফ্রিডম

১৯৯৫

৮৫

ডঃ মুহাম্মদ ইব্রাহীম স্মৃতি স্বর্ণ পদক

১৯৯৪

৮৬

পিফার শান্তি 

১৯৯৪

৮৭

বিশ্ব খাদ্য

১৯৯৪

৮৮

রিয়াল এডমিরাল এম এ খান 

১৯৯৩

৮৯

মোহাম্মদ সাহেব উদ্দিন বিজ্ঞান, অর্থনীতি

১৯৯৩

৯০

মানবহিতেইষনা 

১৯৯৩

৯১

কেয়ার 

১৯৯৩

৯২

আগা খান 

১৯৮৯

৯৩

স্বাধীনতা পুরস্কার

১৯৮৭

৯৪

রামোন ম্যাগসেসে 

১৯৮৪

৯৫

প্রেসিডেন্ট 

১৯৭৮

উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের স্ত্রী

উপদেষ্টা ডক্টর মুহাম্মদ দাম্পত্য জীবন তিনি দুইটি বিয়ে করেন
প্রথম স্ত্রীঃ ভেরা ফরোস্টেনকো
বিবাহ করেনঃ( ১৯৭০ বিচ্ছেদ ১৯৭৯)
দ্বিতীয় স্ত্রীঃ আফরোজি ইউনুস ( বিবাহ ১৯৮৩ থেকে বর্তমান)

উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সন্তান

উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২ কন্যা সন্তান পিতা মনিকা ইউনুস ও দিনা।

শেষের অংশ 

প্রিয় পাঠক আজকের আলোচ্য বিষয় ছিল, উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে জানুন আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস এর জীবন সম্পর্কে জানতে পেরেছেন।আজকের এই পোস্টটি ভাল লেগে থাকতে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম পোস্ট পেতে আমাদের ওয়েব সাইটের পাশেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url