ইতালির নতুন ভিসা খবর ২০২৪
প্রিয় পাঠক, আজকের আলোচ্য ইতালির নতুন ভিসা খবর ২০২৪। যারা ইতালির নতুন ভিসা
করবেন বলে ভাবছেন। তাদের জন্য সুখবর আগামী ২০২৪ এ ডিসেম্বর মাসের মধ্যে বিশ হাজার
বাংলাদেশিকে ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির দ্রুতাবাস। ইতালির ভিসা খবর
২০২৪ সম্পর্কে আরো জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ ইতালির নতুন ভিসা খবর ২০২৪
- প্রথম অংশ
- ইতালি এগ্রিকালচার ভিসা আপডেট
- ইতালির নতুন ভিসা খবর ২০২৪
- ইতালির ফ্যামিলি ভিসা প্রসেসিং
- ইতালি ওয়ার্ক পারমিট টিম ভিসা
- শেষের অংশ
প্রথম অংশ
সম্মানিত পাঠক, আজকের পুরো আর্টিকেলটি তে ইতালির নতুন ভিসা খবর ২০২৪ নিয়ে
আলোচনা করব। আলোচনার প্রথম অংশে যা যা থাকছে, ইতালি এগ্রিকালচার ভিসা আপডেট,
ইতালির নতুন ভিসা , ইতালির ফ্যামিলি ভিসা প্রসেসিং, ইতালি ওয়ার্ক পারমিট টিম
ভিসা , ইতালির নুলস্তা ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় পাঠক,
আলোচনা গুলো ভাবে জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ইতালি এগ্রিকালচার ভিসা আপডেট
যারা ইতালি এমগ্রিকালচার ভিসা আপডেট সম্পর্কে জানতে চান আজকের এই আর্টিকেলটি
তাদের জন্য। ইতালিতে ২ ধরনের ভিসা দেওয়া হয়। একটি হচ্ছে এগ্রিকালচার ভিসা
অন্যটি হচ্ছে স্পন্সর ভিসা। এগ্রিকালচার ভিসা হচ্ছে সিজনাল ভিসা। যদি
কোনো ব্যাক্তি ইতালিতে যেতে চাই তার জন্যে সব চেয়ে ভালো হবে এগ্রিকালচার
ও স্পন্সর ভিসা। যারা এগ্রিকালচার ভিসায় ইতালি যেতে চান তারা মুলত কৃষি কাজের
জন্য যাই।
এগ্রিকালচার ভিসায় যারা আবেদন করছেন বলে অন্যান্য কাজ করতে পারবেন না এমনটা
নয়। এগ্রিকালচার ভিসার মেয়াদ হচ্ছে নয় মাস। তবে একবার কোন লোক ইতালিতে
পৌঁছালে সহজে দেশে ফেরেনা। তারা পরবর্তিতে স্পন্সর ভিসা করে নেই । বর্তমানে
এগ্রিকালচার ভিসার কোন আপডেট নেই এগ্রিকালচার ভিসার আপডেট পাওয়ার সাথে
সাথে ওয়েবসাইটে এগ্রিকালচার ভিসা আপডেট নামে একটি আর্টিকেল প্রকাশ করা হবে।
ধন্যবাদ
ইতালির নতুন ভিসা খবর ২০২৪
যারা ইতালির নতুন ভিসা খবর জানতে চান তাদের জন্য সুখবর। বহু প্রতিক্ষার পর
ইতালির নতুন ভিসা ২০২৪ এ ডিসেম্বর মাসের মধ্যে বিশ হাজার বাংলাদেশিকে ভিসা
দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির দ্রুতাবাস।ইতালির নতুন ভিসা খবর সম্পর্কে
নিম্নে আরো বেশ কিছু তথ্য দেওয়া হলোঃ
গত ৮ অক্টোবর ২০২৪ উপদেষ্টা তৌহিদ হোসেন যিনি বৈদেশিক ভিসা মন্ত্রণালয়ের
দায়িত্বে আছেন। অক্টোবরের বিবৃতিতে জানান ইতালি সরকার বাংলাদেশকে আস্থা দেয়
যে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ২০ হাজার বাংলাদেশী নাগরিকরা অমিমাংসিত ভিসা
আবেদনের নিষ্পত্তি হবে বলে জানান।তিনি জানান, ইতালির রোম থেকে আনুমানিক বিশ
হাজারের মতো ভিসা সম্পর্কিত আবেদনের ছাড়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন।
কিন্তু ঢাকায় ভিসা ইস্যুর গতি এখনো ধীর গতী সম্পুন্য। তিনি বলেন ঢাকায় অধীস্থ
ইতালির রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি আমাকে প্রতিজ্ঞা দিয়েছেন যে
ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা দিবেন বাংলাদেশী নাগরিকদের।
উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা পেতে ইতালিতে ভিসা আবেদন
কারী একদল লোকের সাথে দেখা করার পর সংবাদ সম্মেলনে এ কথাটি বলেন। উপদেষ্টা
তৌহিদ আরো বলেন ২০ হাজার আবেদনের পাশাপাশি তারা ইতিমধ্যে আরও অন্যান্য বিষয়
নিয়েও কাজ করছে। তার কতটা পরীক্ষা-নিরীক্ষা করা যায় তা দেখবেন বলে জানান।
তিনি বলেন ঢাকায় ইতালীয় দ্রুতাবাসের কাজ গুলো আরো দ্রুত করতে আরো লোক পাঠানোর
প্রতিশ্রুতি দিয়েছেন।
উপদেষ্টা তৌহিদ আরো জানান, ঢাকায় ইতালিয় কাজ ধীর গতি সম্পন্ন হলেও আশা করছি খুব
তাড়াতাড়ি দ্রুত গতি সম্পন্ন হবে। তিনি ভিসার জন্য আবেদনকারী লোকদের বিক্ষোভ
বা সমাবেশ থেকে দূরে থাকতে বলেছেন কারণ এই কাজগুলি তাদের ভিসা দ্রত পেতে
সাহায্য করবে। তৌহিদ জানান ভিসা প্রদান এটা যে কোন দেশরই একটি সার্বভৌম অধিকার।
যে কোন দেশ এটাকে প্রদর্শন করতে পারবে এবং কে যেতে পারবে না তা নির্ধারণ করার
ক্ষমতা প্রতিটি দেশের রয়েছে।
কেন তারা কাউকে ভিসা দেয়নি সে সম্পর্কে আমাকে খুব বেশি প্রশ্ন করা উচিত নয়।
আমরা যদি দায়িত্বে থাকা লোকদের খুব বেশি চাপ দেই। তাহলে এইটা সমস্যার মুখোমুখি
হতে পারে এবং যে কারো পক্ষেই ভিসা পাওয়া ঝুঁকির সম্মুখে ফেলতে পারে। ঢাকায়
ইতালি দূতাবাস জনগণের উদ্দেশ্যে জানান । কোন কিছুর আবেদন কারীদের জমা কৃত
নথিপত্র কোনভাবে যেন জাল প্রমাণিত না হয়। তারা জানিয়েছেন যে কোন ধরনের জাল
নথিপত্র বন্ধ করতে তারা সমস্ত রকমের পদক্ষেপ পরীক্ষা-নির ীক্ষা করবে।
দূতাবাসটি আবেদনকারীদের উদ্দেশ্যে বলেন যে ইতালির অভিবাসনে একবার নুলস্থার জন্য
আবেদন করলে সেই নুলস্থার মেয়াদ শেষ হয় না। দূতাবাসটি জানান সমস্ত নথিপত্র
ইতালিয়ান আইন অনুসারে যাচাই করা হয়।
যারা আবেদন করবেন তাদের বলা হয় যে তারা আবেদনের সিদ্ধান্তটি সতর্ক সহকারে না
করলে দ্বিতীয় সুযোগের জন্য আবেদন করতে পারবে না। তবে তাদের আরো বলা হয়েছে যে
এই সিদ্ধান্তই নেওয়ার সময় ইতালির নিয়ম গুলো খুবই সাবধানে ও তাদের নিয়ম
অনুসারে নিতে হবে। ইতালীয় দূতাবাস বলছে যে এটি বাংলাদেশের সরকারের সাথে এবং
ইউরোপীয় ইউনিয়নের সাথে একত্রে কাজ করবে। যাতে লোকেদের অনুমতি নেই এমন পথে
চলাফেরা করা থেকে বিরত থাকে এবং মানুষের ভ্রমণের নিরাপদ উপায়ে সহায়তা করতে
সাহায্য করতে পারেন।
ইতালির ফ্যামিলি ভিসা প্রসেসিং
প্রিয় পাঠক অনেকে জানতে চান, ইতালির ফ্যামিলি ভিসা নিয়ে, এখানে যেতে কত টাকা
লাগে, কিভাবে যেতে হয় এরকম নানা প্রশ্ন। সম্মানিত ভিউয়ার ্স ইতালি ফ্যামিলি
ভিসা প্রসেসিং নিম্নে দেওয়া হলঃ ইতালি ফ্যামিলি ভিসা প্রসেসিং এর জন্য
প্রয়োজন (নুলস্থা কপি)
১। পাসপোর্ট কপি। কমিউনি থেকে সত্যায়িত করে ওই হার্ড কপি দিতে হবে।(২ সেট)
২। পারমিসো ডি সৌজন্য( কমিউনি থেকে সত্যায়িত করে ওই হার্ড কপি দিতে হবে। (২
সেট)
৩।কারতা ডি আইডেনটিটা (কমিউনি থেকে সত্যায়িত করে ওই হার্ড কপি দিতে হবে। (২
সেট)
৪। ইতালিয়ান ফ্যামিলি সার্টিফিকেট ( কমিউনি থেকে সত্যায়িত করে ওই হার্ড কপি
দিতে হবে। নতুন এবং পুরাতন পাসপোর্ট সবগুলা পেজ কম্পিউটার দ্বারা স্ক্যান করে
দিতে হবে।
এরপরে প্রয়োজন হবে বাংলাদেশী ডকুমেন্টঃ
১।ম্যারিজ সার্টিফিকেট।( কাজীর সীল ও সীগনেচার সহ)
২।নিকাহনামা বাংলা ও ইংরেজি।(কাজীর সীল ও সীগনেচার সহ)
৩।কাজীর জাতীয় পরিচয় পত্র রঙিন।( কাজীর সীল ও সীগনেচার সহ)
৪। কাজীর লাইসেন্স কপি।
৫। অরজিনাল জন্ম নিবন্ধন ছেলে ও মেয়ের।
৬। অরিজিনাল ফ্যামিলি সার্টিফিকেট( চেয়ারম্যান প্যাডে চেয়ারম্যাণের সিল
সীগনেচার সহ)
৭।আবেদন কারীদের প্রত্যেকের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ মাসের অধিক থাকতে
হবে।
অন্যান্য কাগজপত্রঃ
১। ইন্সুরেন্স। (তিন মাসের)
২। বিমানের টিকিট বুকিং
৩। বাংলাদেশী মোবাইল নাম্বার দুইটা ও ছবি। (আবেদনকারীর)
৪। ইতালিয়ান মোবাইল নাম্বার
৫। ইমেল আইডি
নতুন নিয়মে প্রত্যেকটি ফ্যামিলি ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
ফাইল লিখে রেজিস্ট্রেশন করতে হবে। তার পরেই আপনি ফ্যামিলি ভিসা জমা দিতে
পারবেন।
ইতালি ওয়ার্ক পারমিট টিম ভিসা
যারা ইতালি ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের
আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলে রাখি ইতালিতে দুই ধরনের ভিসা দেওয়া
হয়। একটি হচ্ছে স্পনসর ভিসা আর অন্যটি এগ্রিকালচার ভিসা। স্পন্সর ভিসা হচ্ছে
নন সিগন্যাল ভিসা এগ্রিকালচার ভিসা হচ্ছে সিজিনাল ভিসা।
কোনরকম কোন ঝুঁকি ছাড়াই ইতালিতে সম্পূর্ণ বৈধ হাবিব প্রবেশ করার নাম হচ্ছে
স্পন্সর ভিসা ও এগ্রিকালচার ভিসা। ইতালি শহরে বৈধভাবে কোন রকম ঝুঁকি ছাড়াই
ওয়ার্ক পারমিট ভিসার সাহায্যে যেতে চান তাহলে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে
স্পন্সর ভিসা।
শেষের অংশ
প্রিয় পাঠক, আজকের আলচ্য বিষয় হচ্ছে ইতালির নতুন ভিসা খবর ২০২৪।আশা করছি ইতালির
ইতালি এগ্রিকালচার ভিসা আপডেট , ইতালির ফ্যামিলি ভিসা প্রসেসিং ও ইতালি ওয়ার্ক
পারমিট টিম ভিসা সস্মর্কে জানতে পেরেছেন।আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের
সাথে শেয়ার করতে ভুলবেন না।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url