উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি? উপাদান ব্যয় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও?

প্রিয় পাঠক, আজকের আলোচ্য বিষয় উৎপাদন হিসাব বিজ্ঞান কি? উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও। যারা বাণিজ্য শাখায় BBA অনার্স করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা জানব, উৎপাদন ব্যায় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও?
উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান

E.L. Kholar এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? ICMA (London) এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? Prof. J. Batty এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? প্রিয় পাঠক, যারা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

সূচিপত্রঃ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি? উপাদান ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও?

  • প্রথম অংশ
  • উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি?
  • উৎপাদন ব্যায় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও?
  • E.L. Kholar এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?
  • ICMA (London) এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?
  • Prof. J. Batty এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?
  • শেষের অংশ

প্রথম অংশ

প্রিয় পাঠক, আজকের আলোচ্য বিষয় উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি? উপাদান ব্যয় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও? সম্পর্কে, আলোচনার প্রথম অংশে যা যা থাকছে,উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি?উৎপাদন ব্যায় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও?E.L. Kholar এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? ICMA (London) এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? Prof. J. Batty এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে করুন।

উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি?

হিসাববিজ্ঞানের যে শাখায় উৎপাদন খরচের শ্রেণীবিন্যাস, লিপিবদ্ধকরণ, বন্টন, সংক্ষিপ্তকরণ এবং প্রতিবেদন তৈরি করার যাবতীয় কার্যাবলী করে থাকে তাকে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বলে। আশা করছি উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি জানতে পেরেছেন।

উৎপাদন ব্যায় হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও?

উৎপাদনকারী প্রতিষ্ঠানের দ্রব্য উৎপাদন থেকে শুরু করে পড়া পর্যন্ত যাবতীয় ব্যয়ের লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ উৎপাদন দ্রব্যের একক প্রতিব্যয় নির্ধারণ, মোট ব্যয় নিরূপণ, ব্যয় নিয়ন্ত্রণ, মুনাফা নিরূপণ এবং উৎপাদন ব্যয় পর্যালোচনার যাবতীয় বিষয়কে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বলে। নিম্নে বিভিন্ন লেখক ও বিভিন্ন সংখ্যা কতৃক প্রদত্ত সংজ্ঞা দেওয়া হলো।

E.L. Kholar এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?

 Cost Accounting  is that branch of accounting dealing with the classification, recording, allocation, Summarisation and reporting current and prospective cost. অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে শাখায় উৎপাদন খরচের শ্রেণীবদ্ধ করন লিপিবদ্ধ, করণ বন্টন, সংক্ষিপ্তকরণ এবং প্রতিবেদন তৈরি করার যাবতীয় কার্যাবলী করে তাকে উৎপাদন ব্যয় হিসেবে বিজ্ঞান বলে।

ICMA (London) এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?

ICMA এর মতে "The technique and processes of  ascertaining cost is the is the cost Accounting. অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান হলো উৎপাদন ব্যয় নির্ধারণের কলাকৌশল।

Prof. J. Batty এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?

Prof. J. Batty এর মতে,"Cost Accounting may be regarded as the systematic approach to the measurement, recording and control of the sacrifice involved in the transformation of resources materials, labor and fixed Assets. অর্থাৎ মাল, শ্রম এবং স্থায়ী পরিসম্পদের রূপান্তর করনে যে আর্থিক ত্যাগ জড়িত থাকে তার পরিমাপ করন, লিপিবদ্ধকরণ ও নিয়ন্ত্রণ করণে সুশৃঙ্খভাবে লিপিবদ্ধ করাকে উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বলে।
উপরিউক্ত সংজ্ঞার ভিত্তিতে বলা যায় যে হিসাব-বিজ্ঞানের যে শাখা উৎপাদিত পণ্যের ও সেবার ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণের কাজ করে তাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে।

শেষের অংশ

প্রিয় পাঠক, আজকের আলোচ্য বিষয় উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি? উপাদান ব্যয় হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও? আশা করছি এই সমস্ত বিষয় সম্পর্কে  জানতে পেরেছেন। এছাড়া ও আলোচনা করেছি  E.L. Kholar এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? ICMA (London) এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা?
 Prof. J. Batty এর মতে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? পুরোটা পড়ে থাকতে আশা করি  এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। প্রিয় পাঠক, আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে সেয়ার করতে ভুলবেন না। (ধন্যবাদ)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url