স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে?

প্রিয় শিক্ষার্থী আজকের মুলটপিক স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা  Acccounting থেকে যারা হনার্স 3rd year যারা পড়াশোনা করছেন তাদের জন্যে খুবই গুরুত্ত পূর্ন । advance accounting a অধ্যায় ১ এর  স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে?খুবই গুরুত্তপূর্ন এই প্রশ্ন উত্তর।স্টক খন্ডক কি?
স্টক খন্ডক

এই প্রশ্ন উত্তরটি বিগত ২০১৩, ২০২৪, ও ২০১৬ সালের সংক্ষিপ্ত প্রশ্ন, পরিক্ষায় আসেছে, এছাড়া ও  স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে? এই প্রশ্নটি ২০১৯ ও ২০২১ এ রচনামুলক পরিক্ষায় এসেছে।প্রিয় শিক্ষার্থী স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রথম অংশ 

প্রিয় পাঠক, আজকের আলচ্য বিষয়,স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে? আলোচনার প্রথম অংশে যা যা থাকছে, স্টক খন্ডক কি? শেয়ায় বিভাজন কাকে বলে? এবং বিভিন্ন মনীষীর প্রদত্ত সংজ্ঞা L.J. GITTMAN এর মতে শেয়ায় বিভাজন ও স্টক খন্ডক এর সংজ্ঞা।
L.M Panday_ এর মতে শেয়ায় বিভাজন ও স্টক খন্ডক এর সংজ্ঞা।J.C.Van Horne এর মতে, শেয়ায় বিভাজন ও স্টক খন্ডক এর সংজ্ঞা। প্রিয় পাঠক, স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে? ও বিভিন্ন মনীষীর সংজ্ঞা জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 

স্টক খন্ডন কি?

কর্পোরেশন যদি এর শেয়ার সমূহের সমমুল্য কমিয়ে আনুপাতিক হারে অধিক সংখ্যক শেয়ার হোল্ডারদের মাঝে বিলি করে তাহলে একই পরিমাণ পরিশোধিত মূলধন রেখে এরূপভাবে শেয়ার সংখ্যা বর্ধিত করার পদ্ধতি কে স্টক খন্ডন বলে।

শেয়ায় বিভাজন কাকে বলে?

এশিয়ার খণ্ডন বা stock split বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ব্যাপক প্রচলিত পদ্ধতি। বাংলাদেশ সহ উপমহাদেশের এই পদ্ধতির প্রচলন খুব কম দেখা যায়। সাধারণত কর্পোরেশন যদি এর শেয়ার সমূহের সমমূল্য কমিয়ে আনুপাতিক হারে অধিক সংখ্যক শেয়ার হোল্ডারদের মাঝে বিলি করে। তাহলে একই পরিমাণ পরিশোধিত মূলধন রেখে এরূপভাবে শেয়ার সংখ্যা বর্ধিত করার পদ্ধতিকে টপ খন্ডন  বা stock split বলে। নিম্নে শেয়ার খন্ড সম্পর্কে বিভিন্ন জ্ঞানীগুণী মনীষীর প্রদত্ত সংজ্ঞা দেয়া হলো।

L.J. GITTMAN এর মতে, A Stock split is a method commonly used to lower the market price firms stock by increasing the number of share to each shareholder. অর্থাৎ স্টক বিভাজন বা খন্ডন হলো একটি পদ্ধতি যা সাধারনত প্রতিটি শেয়ার হোল্ডারদের অন্তর্গত শেয়ার সংখ্যা বাড়িয়ে ফার্মের স্টকের বাজার মুল্য কমাতে ব্যবহৃত হয়।
L.M Panday_ এর মতে, A share split is a method to increase the number of shares outstanding through a proportional reduction in the par value of the share. অর্থাৎ বর্তমান শেয়ারের অভিহিত মূল্য আনুপাতিক হারে কমিয়ে শেয়ারের সংখ্যা বৃদ্ধি করার পদ্ধতিই হচ্ছে স্টক খন্ডন।

J.C.Van Horne এর মতে, A share split is an increase of shares outstanding by reducing the par value of the stock. অর্থাৎ শেয়ার বিভাজন হচ্ছে বিদ্যমান শেয়ারের সমহার মুল্য হ্রাস করে শেয়ারের সংখা বৃদ্ধি করা।

উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, কম্পানি তার মোট শেয়ার মূলধনের পরিমানকে অপরিবর্তিত রেখে শুধু মাত্র শেয়ার মুল্য কমানোর মাধ্যমে শেয়ারের সংখ্যা বৃদ্ধি করে, তাকে শেয়ার খন্ডন বা stock split বলে।

শেষের অংশ

প্রিয় পাঠক, আজকের আলচ্য বিষয়,স্টক খন্ডক কি? বা শেয়ায় বিভাজন কাকে বলে? আশা করছি এইসমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়া ও আলোচনা করেছি, বিভিন্ন মনীষীর প্রদত্ত সংজ্ঞা L.J. GITTMAN এর মতে শেয়ায় বিভাজন ও স্টক খন্ডক এর সংজ্ঞা। L.M Panday_ এর মতে শেয়ায় বিভাজন ও স্টক খন্ডক এর সংজ্ঞা। 

J.C.Van Horne এর মতে, শেয়ায় বিভাজন ও স্টক খন্ডক এর সংজ্ঞা নিয়ে পুরোটা পড়ে থাকলে অবশ্যয় উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এই রকম পোস্ট পেতে আমাদের এই অয়েবসাইটের পাশে থাকুন। নতুন কোন বিষয়ে আর্টিকেল পেতে জান কমেন্ট বক্সে জানিয়ে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url